top of page

বউল বিতান

পুষ্পজিৎ রায়ের ব্যক্তিত্বের আঙিনায়

খড়ের চালা দিয়ে একটি বকুল গাছ ঘিরে সবুজ অবুঝ প্রাঙ্গণে পুষ্পজিৎ গড়ে তুলেছিলেন একটি উন্মুক্ত বেদি। নাম দিয়েছিলেন 'বউল বিতান' — শিশুরা খেলত, নাচত, গাইত গান, বানাত মাটির পুতুল, সভা বসত বড়দেরও, সাহিত্যবাসর, আড্ডা — পারিবারিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, সাংগঠনিক;খুব ফরমাল, একেবারে অনাড়ম্বর,

 

অথচ অবারিত ...

পুষ্পজিৎ রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বউল বিতান চায় যুক্তিবাদী, আধুনিক মননশীল সংস্কৃতিচর্চার ও জীবনচর্যার প্রসার ঘটানোর লক্ষ্যে নিয়োজিত হতে। পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে এবং সর্বোপরি সৃজনশীল হতে সকলকে আহবান করি।

ওঁর ব্যক্তিত্বের আঙিনায় একত্রিত হয়ে আমরা ওঁর থেকে সতত আহরণের চেষ্টা করে যেতে চাই। এই প্রয়াস আমাদের প্রাপ্তি, আমাদের কর্তব্য।

nchr_whatis_bb
nchr_why_bb
nchr_feedback
nchr_members

সদস্যবৃন্দ

nchr_contactus

​যোগাযোগ

​করণীয়

nchr_bb_roadmap
bottom of page